কবিতাঃ
ধুলো-দৃষ্টি
মরুভূমির সেই মেয়েটির নাম কী ছিল;
সুরাইয়া নাকি ম্যাগদালিন?
ছেলেটির নামই
বা কী ছিল; যিকনিও কিংবা যুবায়ের— মনে নাই।
শুধু মনে আছে সহসাই দৈবক্রমে
তাদের দেখা হয়েছিল। আর তারা তাকিয়ে ছিল,
তাকিয়েই ছিল কেবল যেন বা
'সম্মুখে কোথাও দেখিবার মত দৃশ্য নাই'।
কত মরুঝড় বয়ে গেল, কত কাফেলা পাশ
কাটিয়ে গেল অথচ তাদের এই দেখে যাওয়া শেষ হয় নাই।
কেউ জানেনি কী কথা
হয়েছিল, জানতে পারেনি নৈঃশব্দ্যের পূর্বপুরুষ সেইসব ধুলোরাও।
শুধু দুটো দীর্ঘশ্বাস অস্থিরতার বার্তাবাহক হয়ে মিশে গিয়েছিল পরমাত্মায়,
অতঃপর উড়ে গিয়েছিল দিগন্তের কেন্দ্র বরাবর..
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন