কবিতাঃ
প্রশ্নঃ চোখের ইতিবৃত্ত
সিয়ামুল হায়াত সৈকত (বাংলাদেশ)
আজকাল পিচরাস্তার ওপাশে সোডিয়াম বাতির আলো অস্পষ্ট দেখায়। চোখের দর্শন
স্নায়ু আর ফোবিয়া দিন দিন বিকল হচ্ছে। হয়েছে।
অবশ্য এর একটি গল্প আছে -
দিনরাত যখন বিনিদ্রায় থেকে চোখের সামনে তোমার থ্রি-আর ছবি নিয়ে
কল্পনাশক্তি প্রয়োগে ব্যস্ত ছিলাম তখন তো চোখ দুটোকে বিশ্রাম দিতেই
পারিনি। খেয়াল ছিল না ছবির মানুষটি আমার ভবিষ্যৎ কেউ হবার নয়। বিশ্বাস
করো।
যাইহোক চোখ না হয় একদিন স্পষ্ট দেখবে। হয়তো তা লেন্স কিংবা ফ্রেমে বন্দী
আরও দুটো কৃত্রিম চোখের সাহায্যে। কিন্তু তোমায় ভেবে নষ্ট হওয়া মনের
বিকৃত আর অস্পষ্ট লেন্সটাকে ঠিক করবো কি করে -
তুমি কি তা বলতে পারো ?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন