কবিতাঃ
ফাটা ত্বক
অনুপম দাশশর্মা
এক একটা দিন এমন হয়
চেনা অভ্যেসের পাওনা বিন্দুগুলো
যেন দানা বাঁধতে চায় না।
সময়ের অস্থির বিনুনীতে এসে বসে
কাঠফাটা রোদ,
কিছুটা থিতু ঔদাসিন্য ঘাড়ে দু'ভাঁজ হাত রেখে
ডেকে নেয় নিরুত্তাপ সন্ন্যাসকে।
নড়ে না ঝাউপাতা
বিষণ্ণ-প্রপাত নেমে আসে ক্ষোভময় সত্ত্বায়.....
তখনই,
চেতনার মেঘলা আকাশের নীচে জমায়েত
শব্দের প্রশ্রয়।
স্নেহসিক্ত বর্ণের আদুর গায়ে ফুটে ওঠে
নীহারকণা।
রাজকন্যা নয়.......
একটা গোটা কবিতার জন্যে ভুলে যাবো
শীৎকার গ্রন্থনা!
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন