কবিতা - তন্ময় গুপ্ত





কবিতাঃ

তুই যদি বেশ ছেলেই হতিস ! 
তন্ময় গুপ্ত 



একটা যখন রাত কাটেনা 
বলতাম তুই আয়না ছুটে 
চল দেখি আজ বনবিথি যাই
জ্যোৎস্না শিশির পরবে লুটে।
চাঁদনী আকাশ হিমেল হাওয়া 
আমার হাতে বাঁশের বাঁশী 
তোর নাচেতেই পাগল পারা 
আমার হৃদয় সে বানভাসি। 
ঝকমকিয়ে জোনাক জ্বলে 
রাত ভরে যায়-স্বর্গীয় সুর 
রাতজাগা কোন পাখির ডাকে 
একটানা সেই ছন্দ নূপুর । 
সহ মরমীর শরীর ভঙ্গে 
সহ মননের সেই বারতা 
তোর নাচে সেই উদ্দামতায় 
আশার বাণীর নির্ভরতা । 
এমন ভাবেই তখন আমায় 
ভরসার হাত বাড়িয়ে দিতিস 
সমাজ-চক্ষু বন্ধ,অন্ধ । 
তুই যদি বেশ ছেলেই হতিস।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন