কবিতাঃ
তবু নিশ্চুপ !
সুমন কুমার সাহু
জানালাটা খোলাই ছিল
খেয়াল করিনি আগে !
এক হাল্কা মিষ্টি হাওয়ায়
চোখ গেল জানলার দিকে।
জ্যোৎস্না রাত্রি ঢাকে
মেঘের আড়াল নিয়ে-
আলো আঁধারির বেশে
নিজেই আছি দাঁড়িয়ে।
চমকে উঠি আমি !
খানিক সামলে জিজ্ঞেস করি;
ওখানে কি করছ ?
“তুমি”, না মানে “আমি”!
স্থির নিশ্চল দাঁড়িয়ে দেখছে আমায়
ভ্রুক্ষেপ নেই আমার কোনও কথায় ।
আমি চিৎকার করে চেঁচিয়ে বলি,
ওখানে দাঁড়িয়ে কেন?
শুনতে কি পাচ্ছনা-
আরে ওখানে দাঁড়িয়ে কেন !
নিস্তব্ধ রাতের অন্ধকারে
আমার উদ্ভাসিত মুখ;
গভীর ভাবে দেখছে আমায়,
তবু নিশ্চুপ !
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন