কবিতাঃ
কবি এমনও হয়
সন্দীপ নস্কর
কে বলেছে কবি মানে খোঁচা-খোঁচা দাড়ি,
ঢিলে পাজামা পরা, আধমরা নরম মানুষ ?
কবিও পেটের দায়ে প্যান্ট-শার্টে অফিস করে,
বাসের ভিড়ে কবিতার গলা টিপে মারে।
শুধু একলা-ক্ষণে যখন মরে যাওয়া কবিতায়
ভরে ওঠে চারিপাশ,
তখন খাতা খুলে সাজায় কবিতার লাশ।
সবার থাকে না অলস সময়, কবি এমনও হয়।
কে বলেছে কবি মানে কাঁধে ঝোলা ব্যাগ,
নন্দন চত্তরে বসা আঁতেল মার্কা উদাস প্রাণী ?
কবিও পেটের দায়ে জামার হাতা গুটায়, মোট বয়,
হাতুড়ির আঘাতে কবিতার মাথা ফাটায়।
শুধু একলা-ক্ষণ গুলো যখন মাথা ফাটা কবিতার
রক্তে ভিজে ওঠে,-
তখন হলদে খাতার মাঝে কবিতার ফুল ফোটে।
সবার থাকে না অলস সময়, কবি এমনও হয়।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন