কবিতা - ইন্দিরা দাশ







কবিতাঃ 

আরশিপুকুর 
ইন্দিরা দাশ 


পাতায় ঢাকা আরশিপুকুর রং চায় তমালের 
কি লুকালো পানকৌড়ি নীচে গভীর জলের ! 
আরশিপুকুর কিছু ছায়া বুকে ধরে রাখে 
আরশিপুকুর ছায়ার ভারে থির থির থির কাঁপে। 
গহিন ঢেউ এ উথাল পাথাল, চলকে পড়ে জল 
পিরীতি রতনে পেলে ফোটেও রে কমল। 
রাখালিয়া পোড়ারমুখে হেসে যে তাকায় 
আরশিপুকুর “কালা” য় দেখে কালো হতে চায়! 
কলঙ্কেতে কালো যখন “কালো” র ছায়া ধরে 
আরশি তে সব পড়েই ধরা, আরশি কি আর করে !


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন