কবিতা - মিজান ভূইয়া (বাংলাদেশ)





কবিতাঃ 

তুমি চলে যাচ্ছো 
মিজান ভূইয়া (বাংলাদেশ)


শহরের উল্লসিত ফুটপাতে 
দাঁড়িয়ে 
চোখ মুছে 
টাইয়ের বিষন্ন ছায়া 
গৃহকোণে সূর্যতাপ 
গৃহকোণে গোপন বিদ্রোহ 
কথার কতো আওয়াজ পকেটেই 
ভেঙে যায়, শষ্যের শাসনে 
আবহাওয়া ভালই থাকে 
মাঝে মাঝে খুব একা 
হয়ে যাই 
লিপষ্টিকের পথ পাড়ি দিয়ে 
তোমার টিপের কোলাহলে 
চুপচাপ ফুটে উঠি 
উঠোনে কাঁচা রোদ 
তুমি চলে যাচ্ছো 
স্যূট পরে সিগারেট ছুঁই 
পারফিউমের চমৎকার গন্ধে উড়ে 
যায় 
তোমার বিমান 
সুখগুলো বরফ হয় 
নেলপালিশ রাঙা আঙ্গুলের আঁচড়ে 
বুকের ভিতর গলে যায় মাখনের 
মতো 
চাঁদ অশ্রু বিছানায় ইতিহাস 
অচল পড়ে থাকে।


1 মতামত:

  1. লিপষ্টিকের পথ পাড়ি দিয়ে
    তোমার টিপের কোলাহলে
    চুপচাপ ফুটে উঠি ......অসাধারন শব্দশৈলী

    আরো অনেক লেখা চাই। @মিজান ভূইয়া

    উত্তরমুছুন