কবিতাঃ
বাসনা
রানী সিনহা
কমলিকা ! তুমি যেওনা ওখানে
বোলোনা কথা ঐ মেঘেদের সাথে,
বিধাতার সৃষ্টি তুমি
বেড়াও ঘুরে আপন মনে
দেশে বিদেশে।
পায়ে নূপুর, হাতে কাঁকন, নাকে নোলক
আরও কত নতুন বেশে,
ফিরে এসো কমলিকা
আকাশ ভরা এই তারার আলোতে।
ফিরে এসো সবুজ ঘাসের বনে ,
ফিরে এসো আমার হৃদয়ের মাঝে।
ভাবের উজান আসে যখন তোমার মনে
পালটাও তোমার বেশ ক্ষণেক্ষণে,
কত রঙ কত গন্ধ দিয়ে তোমায় করি রচনা
সমুদ্র থেকে মুক্তো আর খনি থেকে সোনা।
তুমি যে আমার এ কাণ্ড মনের বাসনা।
থাকো তুমি আমার জীবনে ,
সমুদ্রের মত উত্তাল হয়ে
আমার মনের ঢেউয়ের সাথে।
কমলিকা তুমি ফিরে এসো
যেয়ো না গো কারো সাথে।
তুমি কি মানবী নাকি শুধুই
আমার কল্পনা।
কমলিকা, তোমাকে যদি 'কমলি' বলে ডাকি-
উত্তরমুছুনমেঘের ফাঁকে দেবে যখন উঁকি,
আমি যে গো দূর দেশেতে থাকি!
তোমাকে যেন কমলি বলেই ডাকি।