কবিতা - মাসউদুর রহমান খান (বাংলাদেশ)






কবিতাঃ

তর্কের উপযোগিতা হারিয়েছে ভাষা
মাসউদুর রহমান খান (বাংলাদেশ)


গল্পটা আজ অন্যরকমও হতে পারত!
স্বপ্নডানায় ভর রেখে অজানায় ওড়াওড়ি,
মোহনীয় জোছনাকুমারীর রূপ দর্শন,
কিংবা কবিতার শুদ্ধ ঘ্রাণগ্রহণ!

কিন্তু কোথাকার কোন নাম দেয়া নিয়ে,
যত্তোসব! এলাহি কান্ড! কি পেলে বলতো?
এ তো অভিমানে দূরে চলে যাওয়া,
বসন্তের কোকিলের স্বরভঙ্গ হওয়া।

নামকরণেই সার্থকতা, তাই উপযুক্ত
নাম চাই তরু, তোমার লেখা গল্পটায়,
চরিত্র ও চয়নে। এই ছিল বলা,
তুমি ঠিক তোমাতেই! ব্যস!

অভিমানী মনে বাজে বিষাদেরই সুর,
তাই, তর্কের উপযোগিতা হারিয়েছে ভাষা।
তবুও বলি তরু শোন, পরিশীলিত সমালোচনা,
আত্মলব্ধিতে শুদ্ধ করে,
আনে অভিজ্ঞতায় বৈচিত্র্য।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন