কবিতা - দীপঙ্কর বেরা






কবিতাঃ


এখন রবীন্দ্রনাথ
দীপঙ্কর বেরা 



ঘরেতে সাজিয়ে রাখা রবীন্দ্রনাথকে
মুখেতে সুরের দোলা রবীন্দ্র সঙ্গীতে
কবিতার ছন্দগুলো খোঁচা মারে বুকে 
তাই স্মরি জন্মদিন বৈশাখীর প্রাতে ।
ছোটরা আবৃত্তি গান বড়রা নাটকে 
একটা দিনেতে বেশ হয় উচ্চগ্রামে 
তারপর চিত্ত যেথা হারিয়ে মুলুকে 
রবীন্দ্রনাথ নিজেকে খুঁজে নিজ ধামে ।

বাঙালীর ছেলেমেয়ে পড়ে না বাংলাতে
শুধু এ ভাষাতে কথা বলে না আর 
কোন ছাপ রাখছে না আদেশনামাতে 
গুটিকয় পাঠ্য ছাড়া অকেজো বাংলার । 
রবীন্দ্রনাথ বিশ্বের গর্বে ভরে বুক 
শুধু ভাবনায় থাকে বাংলার এ মুখ ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন