কবিতাঃ
নামগোত্রহীন
পিয়ালী মজুমদার
দুই চোখে একটি অক্ষর খেলা করে
বিপন্ন ... ম্লান ...
হাতের আঁজলা জলে তার ছায়া টের পাই ;
যেমন টের পাই , নরম রোদ্দুর
ক্রমশঃ মুখ ফিরিয়েছে ,
মেলে রাখা উন্মুখ পিঠের থেকে ...
শুকিয়েছে ভিজে মাটি
গন্ধ নেওয়ার আগেই
আর হাসতে গিয়ে কান্না ভেঙে পড়েছে
খানখান ...
বাঁকে বাঁকে ভাঙছে আমার নদী
বুঝিনি কখন –
হারিয়েছি পূর্বনাম ।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন