কবিতা - রমা চোংদার






কবিতাঃ

খুঁজে ফিরি 
রমা চোংদার



একা একা সারাদিন নিজের সাথে কথা বলি
কি বলি, কেন বলি, কি যে বলি নিজেই বুঝি না । 
হয়ত বা বোঝা যায় না ।

যতটুকু বুঝি আবছা আলোর মত অস্পষ্ট লাগে ।
ভাবনার গভীর আঁধারে নিবিড়ে ডুবে যাই আমি । 
শূন্যতা আর পূর্ণতার ব্যবধান খুঁজে চলি ।

ভাবনা আর সম্ভাবনা এক করে কল্পনার চোরাস্রোতে হারিয়ে যায় ।
না কি হারিয়ে যেতে চাই ?

আকাশকে সাথে করে,স্বপ্নের হাত ধরে 
ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে 
সমুদ্রের বুকে মুখ গুঁজি ।

খুঁজে নিই আকাঙ্ক্ষিত অনুভূতি,
অযাচিত ভালোবাসা । 

অনুভবের আলোকে তরঙ্গে তরঙ্গায়িত হয়ে
ফেনা হয়ে খুঁজে চলি বাস্তব জীবন ......


1 মতামত: