কবিতা - দেবাশিস কাঞ্জিলাল

পদ্মমুখী
দেবাশিস কাঞ্জিলাল


কোথাও আর যেতে চাই না আমি।

এই দীঘির জলের মাঝে,
তুই যেখানে পদ্ম ফুটে আছিস,
বৃষ্টি হয়ে তোর সে পাতায় ঝরব,
দোলা পাতায় মুক্তো হয়ে দুলে
সব শেষে তোর পাপড়িতে ঠিক পড়ব।

এমনি করেই তোর সাথেতে জড়িয়ে থাকা রোজ,
তোকে ছেড়ে কোত্থাও আর চাই না যেতে আমি,
তুই প্রতিটি পল হাস্নুহানার ডালে সাপের মত
জড়িয়ে থেকে ভরিয়ে আমায় রাখ ।


3 মতামত:

  1. দাদা, আপনার কবিতা পড়লে মন ভালো হয়ে যায়। পদ্মমুখীর শব্দগুলো বড় আপন মনে হচ্ছে।

    উত্তরমুছুন
  2. খুবই ভাল লাগলো , এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হল মনে । মন ছুঁয়ে গেলো ... আরও আরও পড়তে চাই :)

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. দেবাশিস কাঞ্জিলাল১৪ নভেম্বর, ২০১৩ এ ৮:০০ PM

      তোমাদের অনেক ধন্যবাদ পড়ার জন্য,মতামতের জন্য !

      মুছুন