কবিতা - শমীক (জয়) সেনগুপ্ত

বালির বাঁধ ভালোবাসা
শমীক (জয়) সেনগুপ্ত



বালি নিয়ে খেলতে খেলতে বাঁধ দিয়েছি কত-
ও গো, তোমার -আমার দেহাতি প্রেম
বালির বাঁধের মত।
স্বর্গে ছিল সন্তপর্ণে, মর্ত্যে পড়লো ঝরে;
সব চুমুগুলোই একটু একটু করে-
আঁকছে ক্ষত।
বুক ছুঁয়ে ঐ জলের স্রোত
আমার সঙ্গে কেবল ভেসে চলে...
খেলার ছলে।
আমি আর একটু একটু বালি-
শরীর আর মন উষ্ণ ভিজে...
বাদবাকি দিক শূণ্যতাতে খালি।।


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল১৪ নভেম্বর, ২০১৩ এ ৮:০৮ AM

    শমীক (জয়) সেনগুপ্তর 'বালির বাঁধ ভালোবাসা' কবিতাটি পড়ে ভালো লাগল। তবে ভালোবাসাকে অন্যদিক দিয়েও দেখার অবকাশ থাকে,তা' কেবল হতাশায় শেষ হবে তা হয়ত নয় ! জয় আমার বড়ো স্নেহভাজন মরমী কবি। তার লেখা উত্তরোত্তর আরো উত্তরিত হবে এ বিশ্বাস আমার আছে । অনেক ভালোবাসা জয়ের জন্য রইল।

    উত্তরমুছুন