মুখ-মুখোশ-কায়া
দেবাশিষ সেন
যদিও বা কায়া উত্তম পুরুষে স্থির
অচঞ্চল মুখে জাগে বলিরেখা গভীর
মৃদু কাঁপন ছড়িয়ে আঙুলের সীমানায়
মুখ-মুখোশ-কায়া একাকার জীবন মোহনায়।
অস্পষ্ট আরশিতে চিরচেনা মুখ
উদ্দাম অনুভূতির বেপরোয়া অসুখ
মধ্যরাতে আকাশচ্যুত কালপুরুষ উদ্বাস্তু
পরমার্থের ইন্দ্রজাল শ্রুতিমধুর তথাস্তু।
শিরায় শিরায় সুপ্ত মরিচীকা চেতনা
ঘুমন্ত সত্ত্বা জুড়ে দুর্বোধ্য দগ্ধ কামনা
বেসামাল টলমল সামাজিক মন
মুখোশের আড়ালে কলঙ্কের পুনর্জাগরণ।
নিঃশ্বাসে প্রশ্বাসে অশরীরী অঘ্রাণ
অপলক দৃষ্টি জুড়ে নির্বাক আহ্বান
রঙচঙে সাজে জলছবি বর্ণহীন
এক মুখোশ প্রতিছবি মুখমণ্ডলে বিলীন।।
যদিও বা কায়া উত্তম পুরুষে স্থির
অচঞ্চল মুখে জাগে বলিরেখা গভীর
মৃদু কাঁপন ছড়িয়ে আঙুলের সীমানায়
মুখ-মুখোশ-কায়া একাকার জীবন মোহনায়।
অস্পষ্ট আরশিতে চিরচেনা মুখ
উদ্দাম অনুভূতির বেপরোয়া অসুখ
মধ্যরাতে আকাশচ্যুত কালপুরুষ উদ্বাস্তু
পরমার্থের ইন্দ্রজাল শ্রুতিমধুর তথাস্তু।
শিরায় শিরায় সুপ্ত মরিচীকা চেতনা
ঘুমন্ত সত্ত্বা জুড়ে দুর্বোধ্য দগ্ধ কামনা
বেসামাল টলমল সামাজিক মন
মুখোশের আড়ালে কলঙ্কের পুনর্জাগরণ।
নিঃশ্বাসে প্রশ্বাসে অশরীরী অঘ্রাণ
অপলক দৃষ্টি জুড়ে নির্বাক আহ্বান
রঙচঙে সাজে জলছবি বর্ণহীন
এক মুখোশ প্রতিছবি মুখমণ্ডলে বিলীন।।
শেষ লাইন টা ছুঁয়ে গেল ।
উত্তরমুছুন