কবিতা - অনুপম দাশশর্মা

পাগলা রে তুই
অনুপম দাশশর্মা


ভেজা জোৎস্নায় হিসেবের নামতা ছিঁড়ে
যদি দেখো কোনো পাগলের মগ্নতা
ভেবোনা দূর্বল চারপেয়ে

চেয়ে দেখো
অপ্রাকৃতিক একটা মাকু কেমন
টানাপোড়েনেও এগিয়ে আছে অনেকের থেকে
অন্তত বোধের নীরব কণায়,
ফিরিয়ে দিচ্ছ ভিখারি ভেবে ?

যদি কোনো ক্ষত মনে করায় উজবুক ওই পাগলকে
একবার, শুধু একবার
ওর হাতে হাত রেখো
পৃথিবীটা পাগলের ঘাড়ে আহ্নিক সারছে।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন