কবিতা - সুব্রত পাল

হৃদয়, এক নদী
সুব্রত পাল



হৃদয়, এক নদী
দুপাশে খোলা মাঠ
কখনো তুমি আসো
আমিও সাঁতরাই।
জলের ছিটে লাগে
কথারা চুপ চাপ
কখনো তুমি ভাসো
আমিও হেঁটে যাই।

হৃদয়, এক নদী
আকাশ ছুঁয়ে যায়
কখনো তুমি মেঘ
আমিও মোহনায় -
বিষাদ উঁকি মারে
রোদের ঘুম ঘুম
কখনো তুমি ভয়
আমিও নিঃঝুম।

হৃদয়, এক নদী
অচেনা রূপ তার
কখনো থই থই
কখনো ভাবনার।
একাকী ওঠানামা
বুকের গ্বহরে
কখনো ভালোবাসে
কখনো কেঁদে মরে।

হৃদয়, এক নদী…


2 মতামত:

  1. এই কবিতা পড়ে হৃদয় নদীতে বান এলো। সেই বানভাসি তে ভেসে যেতে যেতে অনেক স্মৃতি স্পষ্ট দেখতে পাছহি.....

    সুব্রতদা এর জন্য কুর্নিশ রইল।

    উত্তরমুছুন
  2. দেবাশিস কাঞ্জিলাল১৪ নভেম্বর, ২০১৩ এ ৭:৫১ AM

    সুব্রত পালের 'হৃদয় এক নদী' কবিতাটি মনে ঢেউ তুলে দিয়ে এক ভালোলাগার অনুভূতি দিয়ে গেল । মনের গভীর অন্দরে ভালোবাসার আর বিষাদের আলোছায়ার মায়া ছড়াল লেখাটি । বেশ ছন্দিল হয়েছে কবিতাটি।

    উত্তরমুছুন