কবিতা - সুমন মণ্ডল

আবার দেখা হবে
সুমন মণ্ডল



বাসের গায়েতে আটকানো এক ফর্সা মুখ,
জানালার ফ্রেম পারেনি বাঁধতে চুল তার।
শহরের হাওয়া উদ্দাম আজ, হোক তাও-
এটুকু না হলে ঘেমে মনও হতো নোনতা।

এনার ডিঙ্গি ও ভিড়েছে হয়তো, খান দুই-তিন ঘাটে ,
বাকিদের মতো এও কোনো চেনা সেনেরিটা -
আমার পরের উড়ানটা হোক যতই রোমান্টিক,
প্রজাপতির ডানা পড়ে আছে রংচটা।

শহরের স্রোতে হারানোর আগে, মিনিট পাঁচেক,
সেই ফাঁকে কিছু না পাওয়ার স্মৃতি পুড়ে যাক।
এই মেয়েটির নাম হতে পারে সান্ত্বনা, তবু-
ক্ষণিকের নেশা, ছুকছুকে মন জ্বলে খাক।

ওয়েটিং হলো বেকার ছেলের দোসর,
অফিস ফিরতি বি টি রোড ঘেমে জবজবে।
পাঁচ মাথার শ্যামবাজার, রোজের স্টেটাস আপডেট-
বাসের পিছনে লেখা, ' আবার দেখা হবে '।


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল১৪ নভেম্বর, ২০১৩ এ ৭:৫৯ AM

    সুমন মন্ডলের 'আবার দেখা হবে' কবিতাটিতে কিছু কষ্ট,কিছু হতাশার ছায়া পেলাম। আমি সুমনের বেশ কিছু কবিতা পড়েছি আগে। সুমন এই প্রজন্মের কবি,তার লেখায় তাই এই সময়ের ছায়া পড়ে।এই কবিতাটিতেও সেই ছায়া দেখলাম। আরো লিখুক সে তার সময়কে ধরে,এই শুভেচ্ছা রইল তার প্রতি।

    উত্তরমুছুন