কবিতা - সুমন কুমার সাহু

মুক্তির চেতনা
সুমন কুমার সাহু



জল স্থল আকাশে
নিঃশ্বাস স্বপ্নের মোড়কে

ভালোবাসা বিশ্বাসে
আশ্বাস জীবনের সড়কে

ঢেউ তোলে ...হাল ধরে...পাখা মেলে...
লিখে চলে দিতে কবিতা তোমাকে

গভীর ঘুমের আগে
শুধু একবার শোনাও পড়ে
এ জীবনের কথা কবিতার ঢঙে
শোনাও আমাকে

ছ্ন্দ মেশাই স্পন্দনে
আমি এক অদ্ভুত কবি
সব কবিতাই তোমাকে
এ জীবনের কথা আর ছবি

যত মায়াজাল
আসুক নেবে
তোমায় আমি ভুলছিনে
চোখের নোনতা জিভে মুছে

মুষ্টিবদ্ধ হাতে
ফেটে পড়ি চিত্কারে...

নিষ্ঠুর নিয়তি ভেঙে
পীলিকা যাক উড়ে ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন