বিষণ্ণতা
পিয়ালী মজুমদার
কবি , চোখে তো চোখ রাখনি কোনদিন
তবুও কি ভাবে চোখে হারাও আমাকে?
কি ভাবে শুধু আমার ভাল চেয়ে
নিজেকে বেঁধে রাখো সংযত আবেগে !
মুঠি বেয়ে নেমে আসে ঘামে ভেজা রক্তস্রোত
জ্বরে পুড়ে যায় আকাঙ্ক্ষা শরীর
হঠাৎ মনে পড়ে...
কাজল-চোখের অন্য নাম বিষণ্ণতা।।
পিয়ালি, একরাশ বিষণ্ণতা মাখা কবিতা পড়ে মুগ্ধ হলাম। ছোট্ট কবিতা কিন্তু কি সাবলিল এর প্রত্যেকটি পংক্তি।।
উত্তরমুছুনসত্যিই খুব দুরন্ত লিখেছো।
Piyali Di Boraborer Moto Sundor Ek Lekha. কাজল-চোখের অন্য নাম বিষণ্ণতা pore Satyi Khub Bhalo Laglo........ :)
উত্তরমুছুনPiyali Di Boraborer Moto Sundor Ek Lekha. কাজল-চোখের অন্য নাম বিষণ্ণতা pore Satyi Khub Bhalo Laglo........ :)
উত্তরমুছুন