কবিতা - পিয়ালী মজুমদার

বিষণ্ণতা
পিয়ালী মজুমদার



কবি , চোখে তো চোখ রাখনি কোনদিন
তবুও কি ভাবে চোখে হারাও আমাকে?
কি ভাবে শুধু আমার ভাল চেয়ে
নিজেকে বেঁধে রাখো সংযত আবেগে !
মুঠি বেয়ে নেমে আসে ঘামে ভেজা রক্তস্রোত
জ্বরে পুড়ে যায় আকাঙ্ক্ষা শরীর
হঠাৎ মনে পড়ে...

কাজল-চোখের অন্য নাম বিষণ্ণতা।।


3 মতামত:

  1. পিয়ালি, একরাশ বিষণ্ণতা মাখা কবিতা পড়ে মুগ্ধ হলাম। ছোট্ট কবিতা কিন্তু কি সাবলিল এর প্রত্যেকটি পংক্তি।।
    সত্যিই খুব দুরন্ত লিখেছো।

    উত্তরমুছুন
  2. Piyali Di Boraborer Moto Sundor Ek Lekha. কাজল-চোখের অন্য নাম বিষণ্ণতা pore Satyi Khub Bhalo Laglo........ :)

    উত্তরমুছুন
  3. Piyali Di Boraborer Moto Sundor Ek Lekha. কাজল-চোখের অন্য নাম বিষণ্ণতা pore Satyi Khub Bhalo Laglo........ :)

    উত্তরমুছুন