কবিতা - ঋত্বিক দাশ শর্মা

আমি তো এমন করে চাই নি ...!
ঋত্বিক দাশ শর্মা



মানছি... জীবনের ক্যানভাসে মুছে গেছে বহু রঙ,
ভাঙাচোরা হৃদয়ের শুষ্ক তুলির টান,
যেখানে ... আর তেমন করে ঝিলের মতো স্বচ্ছভাবে দেখা যাবে না,
তবু বেঁচে আছি সুকোমল বৄত্তির নিভৃত ছায়ায় শুভ্র আলোকে,
ভরা থাকে প্রায় সমাপ্ত এ জীবন... মুক্ত আলোর স্নিগ্ধ ছায়ায়...
চেয়েছিলাম... নাপাওয়ার ব্যথায় বিভোর হয়ে চুপটি করে বসে থাকতে
না আঁকা ছবিতে প্রাণ ফিরাব, মৃদুকণ্ঠের গীতে...
নীল আকাশের নীচে স্নিগ্ধ ছায়ায় আচমকা তোমায় পেলাম,
তোমাকে পেলাম যেন পাখির মতো ডাক দিয়ে যাওয়া সুর ...
দু নয়নে বিভোর হয়ে চেয়ে থাকলাম তোমার মুখ পানে
সহসা আর্তবিলাপে কাঁদল হৃদয় ...
কতো দিন কতো কাল খুঁজেছি তোমায় ...
কত না আঁকা ছবিতে ,
কতদিন তুলির আঁকিবুকি করেছি তোমায় ভেবে ...
কত ঝড় বয়ে গেছে মনে... তোমায় না পাওয়ার যন্ত্রণায়
প্রেমের লোভাতুর নেশায় পরিপূর্ণ হৃদয়ে অব্যক্ত চাওয়ায়
তোমায় সাজিয়ে নিতাম আমার মন মননের ক্যানভাসে ... !
সেদিন কেন পাই নি তোমায় ???
আজ শেষ বেলায় চোখে যখন ধুসর মরুভূমির মতো ...!?
কেন এলে এই বৃদ্ধ শিল্পীর ভালবাসার নীল আলো হয়ে ??
আজ সার্বজনীন নারী ... যেন এক বারবনিতার মতো ?
আমি তো এমন করে তোমায় চাইনি ...
চেয়েছিলাম... নীল আকাশের নীচে স্নিগ্ধ ছায়ায়
পাখির মতো ডাক দিয়ে যাওয়া সুর গুলির ...
বাজবে নিঃস্ব বুকে …না আঁকা ছবিতে আঁকিবুকি তুলির !! 






0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন