কবিতা - সৌরদীপ গুপ্ত

কোন নাম নেই
সৌরদীপ গুপ্ত



অনন্ত এই একলা পথে চলা
জানি না এর অন্ত হবে কবে
জীবন জুড়ে আদিম ছলাকলা
তোমার আমার মিলিত গৌরবে
একলা চলা দূর পথে চোখ রেখে
দুচোখ মুদে আবারও পথ চলি
হঠাৎ সুদূর মরিচীকায় দেখে
কেমন করে পেরোই অলিগলি?
তার পরে কি আরো দূরের আশা
তার পরে কি তুমি অনেক দূর
এভাবে মন ভাঙা ভেলায় চড়ে
পেরোনো যায় হাজার সমুদ্দুর?
হয়তো বা যায়, কিসের থেকে কি
ভাঙা জীবন হাজার জোড়াতালি
নিতান্ত তাই হাজার কাজের ছলে
সারাজীবন অঙ্ক কষি খালি
জীবন কাটে হিসাব খাতা খুলে
জীবন সে কি, আলোর আকাশ জুড়ে
যাখুশি হোক কাটাই এজীবন
প্রতি ছোঁয়ায় মরণ পুরে পুরে.....


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন