কবিতা - শ্রীশুভ্র

ফাগুনে পলাশে কৃষ্ণচূড়ায়
শ্রীশুভ্র



প্রতিরাতে ঘুমোতে পারি না আর! বসন্তে পলাশে কৃষ্ণচূড়ার ঘোরে!

প্রতি রাত্রে ঘুমোতে পারি না আর মালবিকা সান্যালের ঘ্রাণ অন্তর্বাস ঘুরে ঘুরে
ভুরভুর করে!

প্রতি রাতে ঘুমোতে পারি না আর! পায়ে পায়ে ঈশ্বরের মুখোমুখি হলে! বসন্তের রাত গায়ে গায়ে


মালবিকার আঁচল হয়ে ওড়ে!

পাঁচ ওয়াক্ত নামাজের পরে
ফুল বেলপাতা দিয়ে সন্ধ্যাহ্নিক সেরে
শুনেছি গীর্জার ঘন্টা-
বেথেলহেম মক্কা মদীনা
কিংবা বৃন্দাবনে নয়,
বসন্তমাতাল রাতে মালবিকার স্থিতপ্রাজ্ঞ
বুকের ভেতরে!

প্রতি রাতে ঘুমোতে পারি না আর! পূর্বরাগের বালুকাবেলায় ফাগুনে পলাশে কৃষ্ণচূড়ায়!

মালবিকা সান্যালের দেহে
প্রথম বসন্তের মুখবন্ধে
ঈশ্বর কেঁদেছিলেন প্রথম প্রাণ ভরে!


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন