সতর্কতা
সুমিত রঞ্জন দাস
পাহাড়ের বুক চিরে কিছু আঁকিবুকি
ভেসে আসা কয়েকটা মুহুর্ত
শবদেহ হয়ে আছে, অথচ সর্বত্র আজ বসন্তের হোলী!
এখনও সময় আছে, তুলে নাও তুলি –
স্বপ্নের মাঝে ঘসে ঘসে
রঙীন করে তোলো তোমার জীবনী
চিহ্ন রেখে যাও, বেঁচে আছো
পাপপূণ্য নয়, বেঁচে আছো - এটুকু জানাতে
সব ভুলে ছুটে যাও সামনের দিকে;
পাহাড়ের সীমা ছেড়ে এবার
ছুটে যাবে অবসন্নতার দিকে
তোমায় সংহার করে শোধ নেবে বলে।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন