ছোটোদের পাতা - অভিলাষা দাশগুপ্ত আদক

বিসর্জন
অভিলাষা দাশগুপ্ত আদক



পাড়ার পূজোমন্ডপের
ঢ্যাম-কুড়-কুড় ঢাকের বাদ্যি থমকে গেছে।
একটু আগেও ঢাকিরা নেচে নেচে বলছিল
‘ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন।‘
মন্ডপে মন্ডপে চলছিল দেবীবরণ, সিঁদুর খেলার ধুম।
এখন স্তব্ধ পাড়া, লোক জমেছে ভোলাদাদের বাড়ীর সামনে।

আমার জানলার উল্টোদিকেই ভোলাদাদের দোতলা বাড়ী।
গতবছর ঠাকুর বিসর্জনের সময় গঙ্গায় তলিয়ে গেছিল ভোলাদা।
সিঁদুর খেলে ফিরে আসা সীমন্তিনী গৌরীবৌদির
শাঁখা-পলা ভাঙা শুভ্ররূপ আর দেখতে পারিনি।
বৌদিও ঘর থেকে বার হয়নি এক বছর।
আজ সেই বিজয়া দশমী,
ঝিলের জলে ভেসে উঠেছে নিথর গৌরীবৌদি,
না, গৌরীবৌদি নয়,গৌরীবৌদির শব।


খানিক আগে পিচঢালা রাস্তা দিয়ে
পরপর দু’টো ম্যাটাডোর বেরিয়ে গেল,
দুটোই নীল রঙের, লোক বোঝাই।
একটা মা গৌরীকে নিয়ে গেল গঙ্গার তীরে আড়িয়াদহের ঘাটে,
অন্যটা গৌরীবৌদিকে নিয়ে গঙ্গার তীরে রতনবাবুর শশ্মানঘাটে,
দূরে কোথাও ঢাকের বোলে বাজছে বিসর্জনের সুর।


2 মতামত:

  1. মনখারাপের কবিতা, ভালো লাগলো।

    উত্তরমুছুন
  2. দেবাশিস কাঞ্জিলাল১৪ নভেম্বর, ২০১৩ এ ৬:৪২ AM

    বিসর্জন,অভিলাষা দাশগুপ্ত আদকের লেখা কবিতা, পড়ে দেবাশীষ সেন লিখেছেন,
    " মনখারাপের কবিতা, ভালো লাগল।" আমি তার সাথে সহমত । শুধু সম্পাদকদের কাছে একটি জিজ্ঞাসা, এটি কি ছোটদের পড়ার ও বোঝার উপযোগী লেখা, না কি অভিলাষা কোন ছোট বয়সের কবি ? এই ভালো লেখা কবিতাটি নিয়ে নয়,ছোটোদের পাতায় একে স্থান দেওয়া নিয়ে,কোথাও যেন এক অস্বস্তি থেকে যাচ্ছে । সম্পাদক মন্ডলীর কেঊ কি এ বিষয়ে কোন আলোকপাত করতে পারেন ?

    উত্তরমুছুন