একটু ছোঁব
সুব্রত পাল
এবার জীবন দেখবো কাছ থেকে -
এবার একটু ছোঁব বোধের ভেতর।
এতকাল শুধু মুখ গুঁজে থেকেছি
আর মুখস্ত কথাগুলো আউড়ে গেছি।
এতকাল পাতার পর পাতা পড়েছি -
এবার একটা পাতা পড়ার শব্দ শুনবো।
স্রোত দেখবো নদীর, মেঘের, সময়ের -
সমস্ত জোয়ার ভাঁটা, সমস্ত উদয় অস্ত -
দেখবো পাহাড়ের সাথে কুয়াশার বন্ধুত্ব -
অরণ্যে মিশে গিয়ে শুনবো পাখির শিষ।
আমি পাথর ঘষে ঘষে আগুন জ্বালিয়েছি
আমিই বানিয়েছি চাকা -
আমার সেই ক্ষমতা আছে -
শুধু এতদিন নিজেকে চিনতে পারিনি।
এবার চিনবো সব, সবকিছু বুঝবো -
সব আবর্তন বিবর্তন, সব অক্ষ পক্ষ -
সব স্বার্থ নিঃস্বার্থ, সব আনন্দ হতাশা -
এবার চিনবো সব, সবকিছু জানবো।
এবার মানুষ দেখবো খুব কাছ থেকে
সমস্ত অজানা জীবনকে, একটু ছোঁব।
khub valo laglo
উত্তরমুছুনsundor ebong monkaRa.. emon kobita poRle notun kore jibon ke dekhte ichchhe kore...
উত্তরমুছুনKi ashadharon ....
উত্তরমুছুনNai bhasha bojhanor.....
Aporishim anondo pelam....
Bhetore ektu dola khelam.
Darun
উত্তরমুছুনবেশ লাগলো সুব্রত !!
উত্তরমুছুনদেবাশীষ চ্যাটার্জী
জীবন ছোঁয়ার কবিতা...।
উত্তরমুছুনভালো লাগলো ।
Subrata Da Khub Bhalo Laglo
উত্তরমুছুন