কবিতা - দেবাশীষ সেন

জীবনডুবি
দেবাশীষ সেন


(১)

মধ্যরাত
আকস্মাত
হয় উন্মাদ,

অতর্কিতে
স্মৃতিতে
ইথার সংবাদ।

পিছুটানে
আনচানে
ধূসর অতীত,

হৃদয় তলে
অশ্রুজলে
নিস্তব্ধ সংগীত।

ক্লান্তিহীন
নিদ্রাহীন
নিশ্চুপ রাতে,

তোমার
আমার
কথকথা মাতে।

সময়কাল
ভুলভাল
অগোছালো কষ্ট,

চুপিচুপি
জীবনডুবি
মধ্যরাত নষ্ট।

অবহেলায়
নাগরদোলায়
এলোমেলো খুশি,

মরণজালে
মনপাতালে
মধ্যরাত এলোকেশী।



(২)

দিকভ্রান্ত
অবিশ্রান্ত
স্মৃতির ধারাপাত,

চোরাগলিতে
ঘুলঘুলিতে
গোলোকধাঁধা মধ্যরাত।

অর্ধমতি
উর্ধ্বগতি
ইশারার উস্কানি,

অর্ধমৃত
উদ্বেলিত
পূর্ণাহুতির হাতছানি।

উপাসনায়
আবর্জনায়
ছককাটা ফন্দি,

জন্মান্তরে
যুগান্তরে
মধ্যরাত বন্দী।

মধ্যরাত
অগ্ন্যুৎপাত
নীহারিকার ছবি,

নিরুত্তরে
অন্ধকারে বানভাসি জীবনডুবি।।



1 মতামত: