কবিতা - জয় ভট্টাচার্য

রক্তবীজ-এ রাঙা মাছ
জয় ভট্টাচার্য



সমুদ্র ঢেউ-এর গর্জন,
কোন অক্ষর বা শব্দ দিয়ে
বোঝাতে পারবো না তোমায়-
যেটা পারতাম তা হ'লো,

সেই সমুদ্র
নীলাকাশ সচ্ছতা
আমাদের মাঝে রেখে দিতে...

নুলিয়ার জালে আটকে থাকা
অচেনা মাছের
কানকোয় জমে থাকা প্রেম

সূর্যাস্তে লুটোয়...
আর সমুদ্রতটে ভিজে বালি-তে

তোমার শরীরের প্রতিটি
ভাঁজ, খাঁজ

আমার কবিতার বিষয় হ'য়ে ওঠে...

তুমি আমি সকলেই
নুলিয়ার জাল ছিঁড়ে

যদি আবার ভেসে যাই সমুদ্রে
তোমাকেই শোনাতে পারি
সেই সমুদ্র গর্জন; আর
দেখাতে পারি মাছের
কানকোয় উপুর ক'রে ঢেলে দেয়া

আমার প্রাত্যহিক প্রেম...


1 মতামত: