কবিতা - শ্রীমন্ত সিকদার

উপাসনা
শ্রীমন্ত সিকদার



জন্মান্তরে দেখা হলেও আমি ঠিক চিনে নেব,
ঘটি-থালার ভিতর রাখা ফুলের সাজি,আর
শরীর ভর্তি বিবাহ।

তুমি শুধু ব্যাবহারের অনুমতি দিয়েছ,
তবু আমি চেয়ে গেছি আরো সমর্পণ!

বুঝিনি তোমার ভিতরে তুমিই ছিলে উপাসনাগৃহ, সর্বক্ষণ।




1 মতামত: