কবিতা - তনুশ্রী মিত্র

যখন থমকে যায় সময়
তনুশ্রী মিত্র


(প্রিয় বন্ধুর মূত্যুতে)
পরিচিত নাম্বার
আলতো আঙুলে ছোঁয়া
পরিচিত কলারটোন
অসহনীয় অপেক্ষা |

অপরিচিত কণ্ঠস্বর
হতাশায় বলি হ্যালো
ফোনটা ওকে দেবেন ?
-- সে নেই
কবে ফিরবে?
ফিরবে না কোনোদিন |

থমকে যায় সময়
থমকে যায় হৃদয়

আকাশে মেঘভাঙা রোদ
বাতাসে ভাসে আগমনী সুর
গাছে গাছে নতুনের আহ্বান
শুধু জীবনে জীবন্তের মহাপ্রস্থান ।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন