বর্ষার চতুর্দশ কাহন - গৌরী বন্দ্যোপাধ্যায়

বর্ষার চতুর্দশ কাহন
গৌরী বন্দ্যোপাধ্যায়


১) বর্ষার প্রিয় গান কি ?......... বারান্দায় রোদ্দুর

২) বর্ষা কাদের কাছে প্রিয়........... স্কুলের ছোটো ছোটো ছেলে মেয়েদের কাছে, কারণ বৃষ্টি হলেই স্কুল ছুটি, মজাই মজা

৩) বর্ষা কাদের কাছে অপ্রিয়........... কলকাতা কর্পোরেশনের কাছে, কারণ আবার তো গালাগালি শুরু হবে

৪) বর্ষায় কারা বেশী সজীব ............. সমস্ত ব্যাঙ সমাজ

৫) বর্ষায় কারা বেশী নির্জীব ............... শহরের মিছিলধারীরা

৬) বর্ষার প্রিয় পোশাক কি ............... ছেলেদের গায়ে রেনকোট, বার্মুডা ও পায়ে সান্ডাক জুতো এবং মেয়েদের পরনে সিন্থেটিক শাড়ী, মাথায় ছাতা ও পায়ে সান্ডাক জুতো

৭) বর্ষার প্রিয় খাবার কি ............... দুপুরে খিচুড়ি ও পাপড় ভাজা এবং বিকালে তেলেভাজা ও মুড়ি

৮) বর্ষায় সবচেয়ে লাভ কি ............... যে এলাকায় জলের প্রেশার কম তারা বেশী জল পায়, কিছুদিন জল কষ্ট ভুলে থাকে

৯) বর্ষায় সবচেয়ে ক্ষতি কি ............... সারা ঘরে সোঁদা সোঁদা গন্ধ, কারণ সারা বাড়ী জুড়েই ভেজা জামা কাপড় মেলা থাকে

১০) বর্ষায় কাদের লাভ বেশী ............... ছাতা বিক্রিওয়ালা ও রাস্তা সারাইওয়ালাদের

১১) বর্ষায় কাদের ক্ষতি বেশী ............... বাংলার সুতী বস্ত্র নির্মাতাদের, কারণ পড়লেই তো “ভেজা কাক”, বিক্রি নেই

১২) বর্ষা কেন হয় ............... ছয় ঋতুর দ্বিতীয় ঋতু হিসাবে নিয়মমাফিক সময়মত বর্ষা আসে এবং মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয়

১৩) এখন বর্ষা কেন হয় ............... এখন পঞ্জিকা মেনে সময়মত বর্ষা আসেনা, যখন সময় পায় তখনই এসে পৌঁছয় এবং প্রায় সারা বছরই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হয়। সারা বাজারে সর্বদা দ্রব্যমূল্যের ঊর্দ্ধচাপ, মানুষের শরীরে টেনশন জনিত কারনে সর্বদা রক্তে ঊর্দ্ধচাপ, অথচ সারা বছর আকাশে এত নিম্নচাপ আসে কোথা থেকে বুঝিনা

১৪) বর্ষা আমার কেমন লাগে ............... ফাটা-ফাটি যদি না বাইরে বেড়োতে হয় এবং হাতে থাকে গল্পের বই


1 মতামত: