খবিতা - শ্যাম রায়

ঠেকে শিখে হুঁশবোধ
শ্যাম রায়


বন্য আদিমতা
এ ডাল ও ডাল ,
মধ্যযুগীয় সভ্যতা
লালসায় লাল ...

বর্তমানের প্রেক্ষাপট
ভার্চুয়াল জগৎ ,
ভুলে গিয়ে সব কিছু্
গ্যাজেটে তে আটক ,

বৃদ্ধ পিতা মাতা
একাকীত্ব ভারি
ব্যস্ততার আলিঙ্গনে
শুধু তাই Sorry !

সময়েতে নেই খোঁজ
মোবাইলে দরদ
কি আর যায় করা
কর্ম ব্যস্ত মরদ্ ...

ভালোবাসি ভালোবাসি
ভাল বাসা দূর
সাত সমুদ্র তেরো নদী
বয়ে যায় সুর...

দৌড়ের মাঝে মাঝে
হাতে নিয়ে tab
like,share,comment এর
নেই কোন মাফ্ ,


যান্ত্রিক জটিলতা
যন্ত্রণা ভারি
ভুলে গিয়ে সব কিছু
ভাবে মরি মরি ...

বাস্তবের করাঘাত
বিবেকের দংশন
সম্বিত ফিরে পেয়ে
বাড়ে শুধু tension ,

কি করি কি করি হায়
শুধু কাটাকুটি
শূণ্যতার হাহাকার
খায় লুটোপুটি.....

সব শেষে ঘুরে ফিরে
তব কাছে আসি
ঠেকে শিখে হুঁশবোধ
হাসি শেষ হাসি...।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন