তৃপ্ত
দেবাশিস মিত্র
তখনও শিখা তির তির করে কাঁপছিল
কোন এক অজানা আশঙ্কায় ,
আকাশের গর্জন , বৃষ্টির ধারা
মিলেমিশে করে তুলেছিল আরও রহস্যময়;
সে বসে ভাবছিল তার অদৃষ্টের লিখন
যদি সে ধরা পড়ে যায় ...
তখন ও বৃষ্টি আসেনি
যখন সে এসেছিল দমকা হাওয়া হয়ে ,
কি প্রচন্ড তার তেজ
কালবৈশাখী ঝড়ের মতো সব এলোমেলো করে দিল--
আমি পারলাম না
ধরা দিলাম—সেই প্রচন্ড আহ্বানের কাছে
আমি ভেসে গেলাম, দাঁড় ভাঙ্গা নৌকার মতো
কুল নাই, কিনারা নাই,
চারিধার শুধু অতল কলো অমানিশির মতো,
ঝড়ের আওয়াজ, বৃষ্টির আওয়াজ,
সব মিলে হয়ে উঠেছে স্বর্গীয় ঝঙ্কার ,
এক এক করে সব অলঙ্কার খুলে যেতে লাগল,
অবশেষে ঝড় থামল,
চেরা মেঘের ফাঁকে চাঁদের হাসি বলে দিল
সব তৃপ্ত।
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন