সেরকম নয়
শর্মিষ্ঠা ঘোষ
সর্বগ্রাসী কথার কথা , নদী মোটেই এমন নয়
দেবার জিনিস নেবার হিসেব টনটনা
গর্ভফুলের যোগ সুতোটা অস্থি ভস্ম
তোমার আমার আপনজনের শেষ পারানি
অবলীলায় ঢুকিয়ে ন্যায় তার দেরাজে
সেই তালাটার চাবির খবর মাটির কাছে
সর্বসহা কথার কথা , আমার নদী তেমন নয়
হয় কথাতে নয় কথাতে ঠোঁট ফোলায়
ক্লিভেজ এবং সুগন্ধী ধূপ এরীয়লায় মুখ লুকোনো
টিনএজ ক্রাশ আমার নদী ছদ্মবেশী
এই আদরে উদ্দাম সুখ পায়রা বকম
পরক্ষণেই " ধুত্তোর যা ", নাকাল ডোবায়
ভুল বুঝনা , নদীর মুখোশ পলেস্তারা যেমন যেমন
নদী বড় প্রেমপিপাসু ভেতর ভেতর
বুকের কাছে বসত থেকে কি লাভ যদি
আর্তডাকে আত্মঘাতী ঘুম না ভাঙ্গে
বন্ধুজনে ধর্ষকামী ক্লেদ বাড়ালে
ভাঙ্গনচোখে আমার নদী একলা দোষী ?
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন