কবিতা - রূপময় ভট্টাচার্য

যৌনতা
রূপময় ভট্টাচার্য


তুমিও একটু পাগল আছো
আমিও খানিক মৃদুভাষী
হিসেব কষেই দেখব না হয়
কে কতটা ভালোবাসি

হিসেব কষেই বানান লিখব
বিছানা বা আড়াল খুঁজে
শরীর এবং থার্মোমিটার
উষ্ণ হবে যোনির ভাঁজে

তুমিও আরো পাগল হবে
আমিও,আরো মৃদুভাষী
বুঝবো শরীর মাপার চলে
কে কতোটা ভালবাসি !


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন