কবিতা - শমীক সেনগুপ্ত

নব-প্রভাত
শমীক সেনগুপ্ত



ভোররাত থেকে শুধুই ধর্ণা দিল...

দলিল যত লোপাট করেছে কাল-
এখন শুধুই অনন্ত হাতছানি;
দুহাতে কেবল এলোমেলো জঞ্জাল।।
ভেবেছি এবার এসেছে বুঝি বা দিন...
শোণিতে ধ্বনিতে উত্তাল হবে মন
আশার দিয়া ঘসে চলি আলাদীন;
পোড়া বাংলায় হয়নি উত্তরণ !!
মহাকাল তুমি গ্রাস করে নিলে যাকে-
তাকেই আনব জিনেতে আগুন জ্বেলে..
শহবাগ জুড়ে একটাই কলি ফুল-
মায়ের দুধের বার্তা এনে দিলে।।
এখনো লড়াই নিজের সঙ্গে চলে...
আমার এবং আমাদের নিয়ে দাবী ...
তেভাগা থেকে সিঙ্গুর ছিট-মহল;
রক্তে রক্তে আমাকেই খুঁজে পাবি।।
সে আমি হয় ত' বসিনি শব্দ নিয়ে
সে আমি হয় ত আমারই কোন ভাই;
জন সমক্ষে একটাই ছিল কথা...
শান্তিতে নয় প্রতিবাদে তোকে চাই-
বন্ধুর মত,ভাই এর মত হয়ে
একটু যদি সবাই বাড়াবো হাত...
আমরা ভাঙা বাংলার বুকে তবে;
হয়তো আসবে আবার নব-প্রভাত ।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন