কবিতা - চৈতালী গোস্বামী

জলের মত উদাস হতে চাই
চৈতালী গোস্বামী


জলের মত উদাস হতে চাই
জলের মত হতে চেয়ে
হৃদয়ের বাঁকে বাঁকে,
আঙ্গুলের ফাঁকে ফাঁকে তৈরী হয়
বর্ণময় চিত্রকল্প
তারই একপাশে হাঁটু মুড়ে বসে
তাকিয়ে রয়েছি অস্থির মগ্নতায়।

নির্মাণ বিনির্মাণের খেলা চলে।

আজও কোন হাসি মনোরম মনে হলে
মৃতের চোখের মত দুটি চোখ নিয়ে
বেঁচে বা মরে যেতে পারি...


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন