চিলেকোঠার ইতিকথা - সৌভিক দে

চিলেকোঠার ইতিকথা
সৌভিক দে


বদ্ধ ছাদের কোণায়,
আলো-ছায়ার খেলায়,
কলম ওঠে অজান্তে,
না বলা কথা বলতে,
আমার চিলেকোঠায়।।

শ্যাওলা মাখা ঘরে,
উঠছে বেজে গীটার,
কোন এক সুরে,
রাগ-অভিমান ভুলে,
আমার চিলেকোঠায়।।

বছর গেছে ঘুরে,
হারান সব ভুলে,
ছাদ থেকে আজ নেমে,
মুখবইটি জুড়ে,
আমার চিলেকোঠায়।।

কখনো কচিকাঁচার ভিড়ে,
পথের ধুলো মেখে,
স্টেশন চত্ত্বরে,
ল্যাম্প পোস্টের নিচে,
আমার চিলেকোঠায়।।

কখনো ভেড়ির ধারে,
কখনো নন্দনে,
আড্ডা-গানে মিশে,
পূজোর সপ্তমীতে,
আমার চিলেকোঠায়।।

জন্মদিনের উৎসব শেষে,
কবি আড্ডা জুড়ে,
হয়েছে সুনিল যাপন,
কাকাবাবুর বিদায় বেলায়,
আমার চিলেকোঠায়।।

এখন রেডিওতে কান পেতে,
কলিকাতা বই মেলা,
পায়ে পায়ে হেঁটে চলা,
চোখের জল, হাসি মুখে নিয়ে,
আমার চিলেকোঠায়।।


3 মতামত: