কবিতা - সুমন মণ্ডল

কলকাতা, তোমাতে ফিরতে চেয়ে
সুমন মণ্ডল


তোমার স্রোতে ফিরতে চেয়েছি, কলকাতা-
যুবকের ঠোঁটে মুখিয়ে, না বলা কথা।
তবু খবরে, কেবল এ, হাওয়া তে যতটা ভেসেছো,
সুখপ্রিয় মনে সুযোগ স্বার্থপরতার।

আগামী বাঁধলে অ্যাম্বুলেন্স-এ সংসার,
ত্যাগ ও প্রীতির ন্যাকামো তখন বন্ধ।
মারতে-মরতে রোমান্টিকতাও জাগবে-
যেমন বৃদ্ধের ঠোঁটে কিশলয়-এর পদ্য।

নতুন শিশু আনবনা আর মর্ত্যে,
স্পার্ম কাউন্ট তা অদ্ভূত ভাবে কম।
যতই জপি উঠে দাঁড়ানোর মন্ত্র,
স্পাইনাল কর্ড জন্ম থেকেই অক্ষম।

ঘরমুখ গরু ভেবেই বা কি করবে !
ফিরতে গিয়ে থমকে ভাবা শক্ত।
বোকা ইতিহাস মাপলে মাপুক রক্ত,
সাপোর্টার এর বাংলা, অন্ধভক্ত।।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন