কবিতা - আহুতি ভট্টাচার্য

কোনদিকে শালবন
আহুতি ভট্টাচার্য


দরজা পেরিয়ে কোনদিকে যাই কি করি
যেমন ধরো বলতে পারি দীর্ঘায়ু হও অন্ধকার,
সহিষ্ণু হও আলো তোমায় স্বাগত
তোমায় জানাতে পারছিনা বলে ।
আমরা ঘনিষ্ঠ হব অনেককাল বাদ
পছন্দের জায়গা শালবনে গিয়ে দৃষ্টি ঠেকে।

প্রজাপতিরা যে যেখানে আছো
ঠিক তেমনি ভাবেই থাকো,
মানুষের গন্ধ লাগবে না গায়ে
দূর থেকে দেখেই চলে আসবো।

এই মুহূর্তে যখন আমি প্রজাপতির কথা ভাবছি,
রামধনু এসে যাচ্ছে
তবে কি ডানায় মিশে গেছে রামধনু?
‘মতিভ্রম হয়েছে মেয়ের’ লোকে বলে
না কি দৃষ্টিভ্রম হল?

আলো ও অন্ধকার, ধন্যবাদ তোমাদের
মতি ও দৃষ্টি নিয়ে যে ভ্রম, আপাততঃ থাক,
তার চেয়ে ভেবে নিই আসন্ন যাত্রার কথা ।

পুরুষ ও পাহাড়, তোমাদের ইতিহাস বলো
স্বল্প ব্যাবধানে তোমাদেরই দ্বারে প্রার্থী হব।


2 মতামত: