কবিতা - ইন্দিরা দাশ

ইচ্ছে পৃথিবী
ইন্দিরা দাশ


চলো ‘দিতি’
আজ তোমাকে নিয়েই যাই নাইট শো’ টাতে
বিশ্বাস কর
জামাখলা ছেলে কিছু কিছু
নেবে নাকো পিছু।

শোনো দিতি
এবারেতে দীঘা গেলে
রাত্রির সবকটা ঢেউ
গুনে নেব তুমি আমি মিলে
ষণ্ডা তিনটে লোক কক্ষনও চাইবে না ছুঁতে তোমার বক্ষবন্ধনী
দিতি, আমি ঠিক জানি।

চলো দিতি, এই বার আষাঢ়ের শুরুটাতে
আউট্রামঘাট ধরে ... ছাতাটাতা ধার দিয়ে দুষ্টু হাওয়াকে
আমরা ভিজব খুব ... মেঘমধু মেখে
ভয় পেয়োনাকো
লোভী চকচকে চোখ খোঁজাখুঁজি করবে না ভেজা পোশাকের
আনাচে কানাচে গুপ্তধন
জান দিতি ... দিন বদলেছে, ... বদলেছে মন।

ঠিক করেই রেখেছি, পরশু’র বেড়ানোর অবশেষে
ইডেনে’তে বসে
গান ধরে নেব আমি তুমি আমি গলা ছেড়ে
‘রিমঝিম ঘন ঘন রে’
পুলিশকাকুরা এলে বাদামভাজাই দুমুঠো চাইবে বড়জোর –
লজেন্সদাদাটা মিঠে হেসে
রানাঘাট লোকালের রসকলি বাউলনী’র গল্পটা শনাবে আবার
যদি পায় অবসর।

এই দিতি, লক্ষ্মীটি
সামনের গরমেতে ধামসানমাদলের ছুটিটাতে, সন্ধে ঘন হলেও
শালবনে ভোজালি-টোজালি নিয়ে আর কেউ ঘোরেনাকো, জানো,
ঠোঁট ছুঁয়ে গেলে প্রেম, প্রেমই শুধু ছুঁয়ে যাবে ঠোঁট
সেই সব তাণ্ডবের দিন গেছে চলে
ঠান্ডা হয়েছে লাভাস্রোত গলে গলে।
সে দিনের নীল ব্যথাময় যোনিদ্বার
নাই আর রাখলে গো মনে
দেখ, ভালবাসা তারাফুল ফুটে আছে আকাশের সব কোণে কোণে।
জেনো বিশ্বাসই পুরুষরা শক্ত আড়ালে আগলে রাখবে তোমাকে
এ গ্রহ বাঁচাতে
তুমিই, তুমিই যে প্রাণ দিতে পারো
আগত যে তাকে।

জানো অদিতি,
আর কোনও কুঁড়ি ডাল থেকে যাবে না গো ঝরে
যতটুকু রূপ-রং-গন্ধ দেবে ফুল হয়ে তুমি
তাতেই পৃথিবী যাবে ভরে।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন