যদি পরজন্ম থাকে সুরঙ্গমা ভট্টাচার্য
আমি কষ্ট উৎসর্গ করব তোকে—
আমি মেয়ে হতে চাই,
আবার--
পেতে চাই একান্ত নিজের করে
ভিটেমাটি ভেসে যাওয়া উজান-বালক--
শুধু তোকে,
শীত মরসুম থেকে বসন্ত উজিয়ে এসে প্রবল গ্রীষ্মদিনে
তীব্র আশ্লেষে
পেতে চাই শুধু তোকেই,
রাজপ্রাসাদ নয়,
পর্ণ-কুটিরে , প্রেম-বিধুরণে
শুষে নেব তোর অস্ফুট পৌরুষ,
অভিসারে,
চন্ডিদাস-জয়দেবে দ্বিজ উত্তরাধিকার,
তোর,
লন্ডভন্ড করে, বৃষ্টি-দুপুরে
হাঁটুগেড়ে চেয়ে নেব প্রগাঢ় গভীর সব অনুভব
মহাসমারোহে,
কেঁপে ওঠা কুন্ডলিনী আমি,
তোকে প্রেম দেব,
প্রতিদানে, তছনছ করে দেব অখন্ড উষ্ণীষ;
নির্লিপ্ত জ্যোৎস্নায় এসে দাঁড়াব আভরণহীনা আমি,
এ আমার বিদ্রুপ , এ আমার প্রেম,
পরম কৌতুক
এ আমার অনন্ত সন্ধান...
যদি পরজন্ম বলে কিছু থাকে...
খুব ভাল লাগল...।
উত্তরমুছুন