কবিতা - অনিন্দিতা দাসগুপ্তা

অব্যক্ত
অনিন্দিতা দাসগুপ্তা


আমার ভিতরে এক অব্যক্ত যন্ত্রণা
বার বার চিৎকার করে বলে ,
আমি আছি, আমি থাকব তোমার পাশে,
ছেড়ে যাব না তোমায়, নিশ্চিন্তে থাকো;
তোমার সেই বন্ধুর মতো নই গো আমি
যার কথা ভেবে আজও আসে তোমার চোখে জল--
কই? আমার জন্য তো কখনও জল দেখিনা তোমার চোখে ?
কত রাত তার কথা ভেবে কাটিয়ে দিয়েছ তুমি !
সেই রাতজাগার মুহূর্তে সব সময় পাশে ছিলাম আমি,
অথচ দেখ, আমার দিকে ফিরেও তাকাও নি কোনদিন
আর সে কিন্তু রাতের পর রাত
তার সঙ্গিনীর আলিঙ্গনে আবদ্ধ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছে;
এক বারের জন্য তোমাকে মনে পড়েনি তার।
আমি, আমি কিন্তু সঙ্গ ছাড়ি নি তোমার...

তোমার অবহেলা মেনে নিয়েই
তোমার সঙ্গে থাকার অঙ্গীকারে আবদ্ধ হয়েছি আমি,
ভালোবাসা সঙ্গে নাই বা থাকল ,
যন্ত্রণা তোমার সঙ্গ ছাড়বে না সারাজীবন;
কথা দিলাম । 



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন