কবিতা - সৌরদীপ গুপ্ত

অন্তহীন
সৌরদীপ গুপ্ত


নির্বিকল্প স্বপ্নের ক্রোধে
তবু ছুঁয়ে থাকি তোর হাত
কি থেকে যে কি বা হয়- মেঘে আর রোদে
দিন কাটে.... শেষ হয় রাত
শরীরের গায়ে লাগে ক্ষত
পাপবোধ, একা একা দুরে
হেঁটে চলা পথিকের মতো
ঘুম মেশে রাতে, রোদ্দুরে........
হয়ত এটাই সুসময়
আমি তুই হাঁটি একা রোজ
আমাদের হতশ্বাসগুলো,
নশ্বর জীবনের খোঁজ.....


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন