কবিতা - অনুপম দাসশর্মা

দিশার দূর্দশা
অনুপম দাসশর্মা


তেমন করে আর বাঁশি বাজে না
আজানের ডাকে ভাসে না চিমনী
তবু প্রত্যাশা নিঁভাজ কপালে শ্বাস ফেলে
'যদি'র কাঁধে মাথা রেখে
নিমডাল চিবোয়।

তেমন করে আর বিহ্বলতা লজ্জায় ফেলে না
আব্রু বাঁচিয়ে কদম পায়ে পিছনে ডাকো না
পালকের পর্দায় নিতম্ব এগিয়ে
শিরায় সুনামি আনো।

এমন করেই বিহু উৎসব খেউর রাগে ভাসবে
ভাসুক, হাসুক বৃহন্নলা
আস্তাবলে চাঁদের সাথে জমবে জীবন জুয়া
কবিতা সহবাসে সম্মত
শর্ত রেখেছি, ধ্বংস করবো
অপদার্থ বিড়ম্বনার কল্পিত শক্তিমান।


1 মতামত: