কবিতা - সুব্রত পাল

একটু ছোঁব
সুব্রত পাল



এবার জীবন দেখবো কাছ থেকে -
এবার একটু ছোঁব বোধের ভেতর।

এতকাল শুধু মুখ গুঁজে থেকেছি
আর মুখস্ত কথাগুলো আউড়ে গেছি।
এতকাল পাতার পর পাতা পড়েছি -
এবার একটা পাতা পড়ার শব্দ শুনবো।

স্রোত দেখবো নদীর, মেঘের, সময়ের -
সমস্ত জোয়ার ভাঁটা, সমস্ত উদয় অস্ত -
দেখবো পাহাড়ের সাথে কুয়াশার বন্ধুত্ব -
অরণ্যে মিশে গিয়ে শুনবো পাখির শিষ।

আমি পাথর ঘষে ঘষে আগুন জ্বালিয়েছি
আমিই বানিয়েছি চাকা -
আমার সেই ক্ষমতা আছে -
শুধু এতদিন নিজেকে চিনতে পারিনি।

এবার চিনবো সব, সবকিছু বুঝবো -
সব আবর্তন বিবর্তন, সব অক্ষ পক্ষ -
সব স্বার্থ নিঃস্বার্থ, সব আনন্দ হতাশা -
এবার চিনবো সব, সবকিছু জানবো।

এবার মানুষ দেখবো খুব কাছ থেকে
সমস্ত অজানা জীবনকে, একটু ছোঁব।


7 মতামত: