কবিতা - রানী সিনহা

কৃষ্ণকলি
রানী সিনহা



কৃষ্ণকলি, ও আমার কৃষ্ণকলি,
কাজল টানা নয়ন তোমার
মেঘের মত কেশ,
তোমার দিকে চাইলে পরে

মনে ছড়ায় কি আবেশ !

তোমার কথাই মনে পড়ে
সকাল বিকেল সাঁঝে,
বুকের মাঝে রিনিঝিনি
সুর যে আমার বাজে।

দিনের শেষে নদীর পাড়ে
বাজাই যখন বাঁশি,
তখন কেবল মনে পড়ে
তোমার চোখের হাসি।

কখনো তো দাও না ধরা,
দুষ্টুমিতে মুখটি ভরা,

কখনো তো বল না আমায়,

‘আমি তোমায় ভালোবাসি’ ?


4 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৮ ফেব্রুয়ারী, ২০১৪ এ ১:০৬ AM

    রানী সিনহার 'কৃষ্ণকলি' ভারী স্নিগ্ধ একটি ছন্দিল লেখা ! সমাপ্তিটি কবিতার শেষ কথা বলে যায়।

    উত্তরমুছুন
  2. আমি তো ভেবেছিলাম এটা রাণীর বরের লেখা অথবা রাণীর কোন প্রেমিকের লেখা !! হা হা হা !! আমি মস্করা করলাম ! খুব ভালো হয়েছে রাণী......চালিয়ে যাও !!

    উত্তরমুছুন