কবিতা - কচি রেজা

ডেলফির ঘণ্টাধ্বনি
কচি রেজা


পিছনে বাজছে অবগাহনের কাল,
কবে যেন লেবুগাছের রোদ
হরিণ হয়ে চেয়ে থাকতো,
তর্জা, শায়ের, অষ্টক,
ঐতিহ্যিক নীলপুজোর ঢোল
যেখানে বেজেই চলেছে,
জমানো দীর্ঘশ্বাস ছায়ায় আঁকছে বেদনা,
বৃষ্টি আসবে ভেবে সমুদ্র থেকে জল ওড়ে,
আমি ঘাসের সমান হতেপারি না,
পড়ে থাকি উৎপীড়নের পায়ে,
মনের ভিতর ডেলফির ঘণ্টাধ্বনি !
অনুগত হবার বদলে আমি বিষ ছুঁয়ে মরে যাই,
মেঘের কী বিভাব,শোধরানো যেতো যদি,
পাতার রাজ্যে অনুভব করি নিজের অযোগ্যতা,ব্যর্থতা ।।




2 মতামত:

  1. গল্পের সঙ্গে কবিতার একটা মৌলিক পার্থক্য হোল, একটি গল্প পড়ে আর-একজন কে শোনান যায়, কিন্তু সেটি গল্পের সার বিষয়-বস্তু টুকুই। কিন্তু, কবিতার একটি লাইন যদি মনে গেঁথে যায়, তো নিজের অজান্তেই সেটা গেঁথে যায় মনের ভেতরে। যেমন এই কবিতাটির,"অনুগত হবার বদলে আমি বিষ ছুঁয়ে মরে যাই!"

    উত্তরমুছুন