কবিতা - জয় ভট্টাচার্য

জয় ভট্টাচার্য



তোর প্রজাপতির সংখ্যা কত ? সেই সংখ্যার সাথে আমার ভালোবাসার গুণফল যতই হোক, তাকে তোর ঈর্ষণীয় রূপের উপমা দিয়ে ভাগ করে দেখেছিস কখনো ?
তোর শরীরে যতগুলো তিল আছে প্রকাশ্যে বা গোপনে- তার সাথে আমার স্পর্শে আঁকা শিহরণ যোগ করলেই কাঁপতে থাকে তোর ঠোঁট।
তোর ঠোঁটের সেই কম্পাঙ্কের পরিমাপক যন্ত্র যদি হয় আমার উষ্ণ নিঃশ্বাস-
তবে সেই মুহূর্তেই প্রজাপতিগুলো উড়তে থাকে মহানন্দে ! আর আমি হই নিঃশেষ...
তখন তোর আবেশের ঘনত্ব দেখে এক থেকে দশ পর্যন্ত সমস্ত শরীরী অঙ্কই আমার দুর্বোধ্য মনে হয়। সুউচ্চ পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে হয় ভাবুক ঘড়িটা...
না, এখন আর অঙ্ক নয় ! চল, তোর সাম্রাজ্য ঘুরে দেখি। তুই আর আমি ইতিহাসের ছাত্র হয়ে যাই...


প্রজাপতি মানে, শুধুই প্রজাপতি- অন্য কিছু নয়


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন